বাংলানিউজসিএ ডেস্ক :: ছয় মাস পর নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। ৭ মার্চ রাজধানীর উত্তরায় একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নাটকের নাম ‘হিট অ্যান্ড হট নিউজ টোয়েন্টিফোর ডটকম’।
এটি রচনা ও পরিচালনা করছেন হামেদ হাসান নোমান। নাটকে তৌকীর আহমেদ পত্রিকার সম্পাদকের ভূমিকায় অভিনয় করছেন। অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে অভিনয়ের জন্য আমার প্রচুর আগ্রহ আছে; কিন্তু নানা ব্যস্ততায় গত ছয় মাস বিরতি ছিল আমার। এ নাটকের মাধ্যমে আবারও সেটা শুরু করেছি। নাটকের একটি কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করছি আমি। এ ধরনের চরিত্রে প্রথমবার অভিনয় করছি। নাটকের গল্প ভালো লেগেছে।
আপাতত পরিচালনা নিয়ে ব্যস্ততা কম থাকায় অভিনয়ে সময় দেব। আরও কয়েকটি নাটকে অভিনয়ের কথা আছে।’ অভিনয় ছাড়া শিগগিরই নাটক পরিচালনা করার কথা রয়েছে তার। কয়েক মাস আগে ‘বিরহ উত্তর’ শিরোনামে একটি ওয়েব শর্টফিল্ম নির্মাণ করেছেন তিনি।
অন্যদিকে, তৌকীর আহমেদ পরিচালিত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ প্রশংসিত হয়েছে। নতুন একটি ছবি নির্মাণেরও প্রস্তুতি নিচ্ছেন তিনি। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। এছাড়া মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
বাংলানিউজসিএ/ঢাকা/৯ মার্চ ২০১৯/ইএন