বাংলানিউজসিএ ডেস্ক :: শুটিং করতে গিয়ে ঠোঁট ফাটল বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুরের। ‘জার্সি’ ছবির শুটিং করতে গিয়ে জখম হন তিনি।শুটিংয়ের সময় ক্রিকেট বল ঠোঁটে লাগে শাহিদের। আর তাতেই ঠোঁট ফেটে রক্ত ঝড়ে। পরে তার ঠোঁটে একাধিক সেলাই দিতে হয়েছে।
ছবির জন্য যে শাহিদ বেশ পরিশ্রম করেন, তা কারও অজানা নয়। তার ছবি ‘কবীর সিং’ই তার প্রমাণ। ‘অর্জুন রেড্ডি’র ছক থেকে বেরিয়ে এসে নতুনভাবে ‘কবীর সিং’-এ নিজেকে উপস্থাপন করেছিলেন শাহিদ। তাই ‘জার্সি’ নিয়েও আগ্রহ তুঙ্গে।
কবীর সিংয়ের মতো এই ছবির জন্যও প্রচুর পরিশ্রম করছেন তিনি। একটি টেক দেয়ার আগে একাধিকবার রিহার্সাল করছেন। তখনই ঘটে দুর্ঘটনা।রিহার্সালের সময় আচমকাই ক্রিকেট বল এসে তাঁর ঠোঁটে লাগে। সঙ্গেই তাঁর নিচের ঠোঁট ফেটে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। কোনও রকমে কাপড়দিয়ে ঠোঁট চেপে চিকিৎসককে খবর দেওয়া হয়। নিচের ঠোঁটে শাহিদের একাধিক সেলাই পড়ে। বাতিল হয়ে যায় শুটিং।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ জানুয়ারি ২০২০ /এমএম





