Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: কলকাতার জনপ্রিয় তারকা নুসরাত জাহানের জন্মদিনে গান গাইলেন স্বামী নিখিল জৈন।নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্ত্রী নুসরাতের জন্মদিন সেলিব্রেশনের ভিডিও পোস্ট করেছেন নিখিল নিজেই।

গত বৃহস্পতিবার নুসরাত জাহান ৩০ বছরে পা দিয়েছেন। জন্মদিন উপলক্ষে নিজেদের পার্টি দিয়েছিলেন নিখিল। সেই পার্টিতে নুসরাতের একাধিক কেককাটা ও নিখিলের সঙ্গে ড্যান্স পারফরম্যান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।

জন্মদিনে উপস্থিত বন্ধুদেরও সেই ভিডিওতে দেখা গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে¬– নিখিলকে এভাবে দেখে আর সোফায় বসে থাকতে পারলেন না নুসরাত। তিনি উঠে গিয়ে নিখিলকে জড়িয়ে ধরলেন এবার তাকে নিখিলের হাত ধরে নাচতেও দেখা গেল।

প্রসঙ্গত বিয়ের পর সম্প্রতি ‘অসুর’ ছবির মাধ্যমে পর্দায় ফিরেছেন সাংসদ অভিনেত্রী। অসুর ছবিতে জিৎ ও আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা গেছে তাকে। অসুরে নুসরাতের চরিত্রের নাম অদিতি। ছবিটি বানিয়েছেন পরিচালক পাভেল।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১০ জানুয়ারি ২০২০ /এমএম


Array