Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: অনেক দিন থেকেই শোনা যাচ্ছিন বলিউডের জনপ্রিয় তিন নায়ক সালমান, শাহরুখ ও আমির খানকে এক ছবিতে দেখা যাবে। তবে সেই সম্ভাবনা একেবারেই নেই।সালমন-শাহরুখকে এক সঙ্গে স্ক্রিন শেয়ার করতে শেষ দেখা গিয়েছিল ২০০২ সালে। তবে শাহরুখ আর আমিরকে একফ্রেমে দেখা যায়নি কখনো। এটিকে নিন্দুকেরা ‘ইগোর লড়াই’ বলে আখ্যা দেন।

তবে সমালোচকরা যে যাই বলুক না কেন তিন খানকে কখনই এক ছবিতে দেখা যাবে না। এর কারণ জানালেন বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সালমান বলেনন, আমি শাহরুখ এবং আমির যদি একসঙ্গে ছবিতে কাজ করি তাহলে সেই ছবির যা বাজেট হবে তা কোনো প্রযোজক সংস্থার পক্ষে বহন করা সম্ভব না।ছবি মুক্তির জন্য কমপক্ষে ২০০০০ হাজার প্রেক্ষাগৃহের দরকার। এত প্রেক্ষাগৃহই বা কোথায়? একে ‘বিগ বাজেট’ তার উপর ‘বিগ নেমস’ সব মিলিয়ে সালমানের মতে আপাতত তিনখানকে নিয়ে ছবি করা সম্ভব না।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছেন সালমানের দবং সিরিজের তৃতীয় পর্ব। একে ‘দবং’ তার উপর সালমান! হিট যে হবেই তা ধরে নিয়েছিল সবাই। কিন্তু সেখানেও সালমানকে ক্লিন বোল্ড করে ট্রফি নিয়ে চলে গেলেন অক্ষয় কুমার। তার নতুন ছবি ‘গুড নিউজ’। আমির খানও তার পরের ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে আজ কলকাতা, কাল দিল্লি পরশু মুম্বই করে বেড়াচ্ছেন। কিন্তু শাহরুখ খানের হাতে এই মুহূর্তে কোনও ছবি নেই।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৮ জানুয়ারি ২০২০ /এমএম


Array