Menu

বাংলানিউজসিএ ডেস্ক ::

শীত বালিকা শিউলি ঝরায়

শরীর ঢেকে রাখে কুয়াশার চাদরে,

হপ্রিয়জন হারিয়ে শূন্য মনের ঘর

কেউ নেই ডেকে নেবে আদরে।

দূর্বাঘাসে শিশির, মুক্তো চিকচিক

এ যে শীত বালিকার কান্না জল,

গাছের পাতারা ঝরে পড়ে বেদনায়

চোখের কোণে পস্নাবন টলমল।

হেমন্ত দেয়নি ভালোবাসার মর্যাদা

চলে গেছে বালিকাকে একা করে,

রাত্রি নিশীথে বালিকা কাঁদে

হেমন্তের নাম ধরে।

বসন্ত চায় ভালোবাসা,

শীত বালিকার বুকের ভিতর গোপন আবাস,

ধরা দেয়না শীত বালিকা

আর নেই ভালোবাসায় বিশ্বাস।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৩ জানুয়ারি ২০২০ /এমএম


Array