Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: ছবিটি জাহিদুর রহমান পরিচালিত ‘উই আর স্যরি’ নাটকের শুটিংয়ের ফাঁকে তোলা। তিশার ইনস্টাগ্রাম থেকে নেওয়ামোশাররফ করিম নাটকের সংখ্যা কমিয়ে দিয়েছেন। এখন বেছে বেছে হাতেগোনা কাজ করছেন। তার মতে, নাটক হোক কিংবা সিনেমা, আর কোনো গত্বাঁধা কাজ করবেন না তিনি। ভালো কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান।

অন্যদিকে নুসরাত ইমরোজ তিশাও খুব বেছে বেছে কাজ করছেন। সিনেমা ও নাটকে তাকে সমানতালে দেখা যাচ্ছে। সেন্সর সার্টিফিকেট পেলেই এ বছর মুক্তি পেতে পারে তার অভিনীত সিনেমা ‘শনিবার বিকাল’ ।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৩ জানুয়ারি ২০২০ /এমএম


Array