Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: দারুণ সময় পার করছেন বলিউডের ভাইজান সালমান খান। সম্প্রতি ৫৪ বছরে পা দিয়েছেন এই সুপারস্টার। এবার সোহেল খানের ব্যান্দ্রার ফ্ল্যাটে পরিবারের লোকের সঙ্গেই জন্মদিন পালন করেছেন সালমান।অত্যন্ত সাদামাঠাভাবে জন্মদিন পালন করার পর, জমিয়ে নতুন বছর কাটালেন সালমান খান। আর এদিনে পানভেলের বাগান বাড়িতে প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানির সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।

যেখানে সালমানের প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি, বলিউড অভিনেত্রী ডেইজি শাহ, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং তাঁর স্ত্রী ওয়ারধা নাদিয়াদওয়ালা-দের দেখা গেছে। শুধু তাই নয়, নতুন বছরের সকালে পানভেলের বাগান বাড়িতে হেটে বেড়াতে দেখা যায় সালমানকে৷

অন্যদিকে ডেইজি, সঙ্গীতা এবং ওয়ারধাকেও দেখা যায় প্রাতঃভ্রমণ করতে৷ নিরাপত্তা রক্ষীদের সঙ্গেই সলমনের বাগান বাড়িতে হেটে বেড়াতে দেখা যায় (Sangeeta Bijlani) সঙ্গীতা, ডেইজি এবং ওয়ারধাদের

বাংলানিউজসিএ/ঢাকা/ ০২ জানুয়ারি ২০২০ /এমএম


Array