Menu

বাংলানিউজসিএ ডেস্ক ::
বাঁচার মতো বাঁচতে পেলাম

মুক্ত পরিবেশ।

রক্ত দিয়ে কেনা আমার

স্বাধীন বাংলাদেশ।

আমার ভাইয়ের রক্তমাখা

বাংলাদেশের মাটি

বাংলা আমার অমূল্য ধন

হীরার চেয়েও খাঁটি।

এ দেশ আমার জন্মভূমি

মায়ের মুখের হাসি

প্রাণের চেয়ে অনেক বেশি

দেশকে ভালোবাসি।

এসো সবাই মিলেমিশে

দেশটাকে যাই গড়ি

ফুল ফসলে ধন-ধান্যে

সোনাদানায় ভরি।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৩ ডিসেম্বর ২০১৯ /এমএম


Array