Menu

একটি গোলাপের মূল্য ১২৬ কোটি টাকা

বাংলানিউজসিএ ডেস্ক :: পৃথিবীর অমূল্য ফুলের নাম কাদুপুল, যার মূল্য নির্ধারণযোগ্য নয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে জুলিয়েট রোজ।

যার প্রতিটি ফুলের মূল্য প্রায় ১৫.৮ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২৬ কোটি। এটি এক ধরনের গোলাপ। আকারে বেশ বড় আর ছড়ানো।

ব্রিটিশ গোলাপ চাষি ডেভিড অস্টিনের এই ফুল ২০০৬ সালে ব্রিটেনের ‘চেলসি ফ্লাওয়ার শো’-তে প্রথম অবমুক্ত হয়।

এটি ‘সৃষ্টি’ করতে তার নাকি ১৫ বছর সময় লেগেছিল। ২০০৬ সালে চেলসি পুষ্প প্রদর্শনীতে প্রথম গোটা বিশ্বের নজর কাড়ে জুলিয়েট রোজ।

বাংলানিউজসিএ/ঢাকা/৪ মার্চ ২০১৯/ইএন


Array