Menu

বাংলানিউজসিএ ডেস্ক ::

নীলুফা আলমগীর

স্বাধীনতা তুমি
গ্রীষ্মের বিকেলের গুমোট রোদ্দুরে
উড়ে আসা ফুরফুরে দক্ষিণা বাতাস,
নিখোঁজ ভাইয়ের উপস্থিতিতে শিহরিত
বোনের বিস্ময়কর কান্না ভেজা দৃষ্টি।

স্বাধীনতা তুমি
জ্যোৎস্নায় ভাসা আলোময় রাতের
দুলে উঠা সুন্দরতম হাসির ফোয়ারা,
তৃষিত চাতক – চাতকীর বহু প্রতিক্ষার
অবসানে পাওয়া এক পসলা বৃষ্টি।

স্বাধীনতা তুমি
জমাট বাধা নিরেট পাথরের পাহাড় থেকে
স্পন্দিত নদীর উৎস মূখে ছুটে চলা
এক আত্মভোলা ঝর্না কুমারী কন্যা,
মায়ের মমতায় আটকে থাকা স্নেহ-ধারা।

স্বাধীনতা তুমি
সমুদ্রের বুকে ভেসে বেড়ানো জাহাজের
গায়ে লাগা সফেদ উর্মিমালার উচ্ছসিত ফেনা,
গভীর জঙ্গলে আঁকা বাঁকা সরু পথে
নাম না জানা ফুলের অযত্নে বেড়ে ওঠা।

স্বাধীনতা তুমি
ছায়া ঘেরা অপার্থিব সবুজের প্রান্তর
ঝঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীতে শান্তির বারতা
ষোড়শীর নীল কালির আঁচড়ে লিপিবদ্ধ
রহস্যময় গোপন দিন পঞ্জিকা।

স্বাধীনতা তুমি
মাঝির মুক্ত কন্ঠে গাওয়া ভাটিয়ালি গান
শ্রমিকের চোখের ঝলসানো লালচে আগুন,
কিশোর মুক্তি যোদ্ধার কোমল হাতের নিশানা
বীরাঙ্গনার রক্তাক্ত দেহের অসহনীয় যাতনা।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৬ ডিসেম্বর ২০১৯ /এমএম


Array