বাংলানিউজসিএ ডেস্ক :: দুইদিন বাড়ানোর পর আজ পর্দা নামছে অমর একুশে গ্রন্থমেলার। যদিও নিয়মানুযায়ী ২৮ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত চলার কথা মেলা। কিন্তু লেখক-প্রকাশকদের দাবির প্রেক্ষিতে মেলার সময় দুই দিন বাড়ানো হয়।
বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, আজ রাত ৯টা পর্যন্ত চলবে বাঙালির প্রাণের মেলা।
প্রসঙ্গত, মেলার গত কয়েকদিন ভারি বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় প্রকাশকরা লোকসানের মুখে পড়েন বলে বাংলা একাডেমিকে জানান তারা। এ কারণে তারা মেলা বাড়ানোর দাবি জানান।
বাংলা একাডেমি জানিয়েছে, এ বছর মেলায় ৫২৩টি প্রকাশনী ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ ছাড়া ১৮০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
এদিকে, মেলার সময় দুই দিন বাড়ানোর পর গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নামে পাঠকদের।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে বইমেলা ২০১৯-এর উদ্বোধন করেন। এবারের মেলার স্লোগান ছিল ‘৫২ থেকে ৭১, ৭১ থেকে ১৯-নবপর্যায়’। এ বছর বাংলা একাডেমি ৩ লাখ বর্গফুটের ওপর মেলার আয়োজন করে।
বাংলানিউজসিএ/ঢাকা/২ মার্চ ২০১৯/ইএন