বাংলানিউজসিএ ডেস্ক :: সহকর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে এসএ টেলিভিশনের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন সংবাদকর্মীরা।ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃত্বে সংগঠনটির নেতা ও সংবাদকর্মীরা শনিবার বেলা ১১টা থেকে গুলশানে বেসরকারি টেলিভিশন স্টেশনটির প্রধান কার্যালয়ে অবস্থান নেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, আমরা প্রধান গেটে অবস্থান নেয়ার পর মালিকপক্ষের লোকজন পকেট গেট দিয়ে চলাচল করছিল। তখন আমরা ওই পকেট গেটও তালা দিয়ে বন্ধ করে দিয়েছি।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে টেলিভিশনটির আটজন সাংবাদিককে তাদের কর্মস্থল প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়াও এই টেলিভিশনে চাকরি বিধি অনুযায়ী নিয়মিতভাবে বাৎসরিক ও ঈদ বোনাসসহ আরও প্রাপ্য সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না।
এই সাংবাদিক নেতা বলেন, এ পরিস্থিতিতে এসএ টিভিতে গণমাধ্যম পরিচালন কাঠামো অনুযায়ী সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি।ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সোহেল হায়দারের নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি চলছে।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতারাও এই অবস্থানে সমর্থন দিয়েছে বলে জানান সোহেল।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৭ ডিসেম্বর ২০১৯ /এমএম