Menu

 

বাংলানিউজসিএ ডেস্ক :: সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’-এই স্লোগানে দেশে উদযাপিত হচ্ছে জাতীয় আয়কর দিবস -২০১৯।আয়কর বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর শনিবার (৩০ নভেম্বর) সারা দেশে দিবসটি উদযাপন করবে।’কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’ প্রতিপাদ্যে ১২তম আয়কর দিবসে প্রতিষ্ঠানটি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

২০০৮ সাল থেকে দেশে উদযাপিত হচ্ছে আয়কর দিবস। যদিও আগে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস উদযাপিত হতো। তবে ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর।এদিন ব্যক্তি শ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ারও শেষ দিন। তবে এবার করদাতাদের সুবিধার্থে আগামি ১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ দিয়েছে এনবিআর।

এজন্য নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে অনুরোধ করেছে এনবিআর। নির্ধারিত সময়ের পরে দুই শতাংশ হারে বিলম্ব সুদ গুণতে হবে করদাতাদের। তবে বিলম্ব সুদ পরিশোধ করে যৌক্তিক কারণ দেখিয়ে যে কোনো করদাতা ইচ্ছে করলে রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়ে নিতে পারবেন। এক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট উপ কর কমিশনার বরাবর আবেদন করা হলে তিনি আয়করদাতাকে দুই মাস পর্যন্ত সময় বাড়িয়ে দিতে পারেন।

আয়কর দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর কাকরাইলে রাজস্ব ভবন প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উক্ত র্যা লির নেতৃত্ব দাবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া।এতে রাজস্ব কর্মকর্তারা ছাড়াও সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গণের জাতীয় পর্যায়ের সেলিব্রেটি, আয়কর আইনজীবী, সংবাদকর্মীসহ সর্বস্তরের ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ৩০ নভেম্বর ২০১৯ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ