Menu

বাংলানিউজসিএ ডেস্ক ::বলিউড জনপ্রিয় তারকা প্রিয়াংকা চোপড়া ও গায়ক নিক জোনাসের রোমান্টিক ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।তবে প্রিয়াংকা নিক জোনাস সম্পর্কে একটি সত্যি কথা বলেছেন, যা শুনে অবাক হয়েছে ভক্তরা।প্রিয়াংকা বলেছেন, গায়ক নিক জোনাসের সঙ্গে তিনি কখনই গান করবেন না।

এই অভিনেত্রী বলেন, আমি নিকের সামনে গান গাওয়ার সাহস করতে পারি না। ছোট থেকেই ও গান তৈরি করে, লিখে ও সুর দেয়। তবে আমি কিন্তু এ ধরনের সংগীত শিক্ষা পাইনি।তিনি আরও বলেন, গান আমার খুবই ভালো লাগে। আমি ভালোবাসি গান। কিন্তু কখনই নিকের সঙ্গে ডুয়েট গান করব না।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৭ নভেম্বর ২০১৯ /এমএম


Array