বাংলানিউজসিএ ডেস্ক :: ভালবাসা শব্দটাকে আমি আমার পৃথিবীর জাদুঘরে রেখে দিয়েছি
দর্শনার্থী যেন বুঝতে পারে কোনো এক কালে বুকের ভেতর অমন অনুভূতি ছিল
যেন বাহিরের কোন স্পর্শ না পৌঁছায়
আবার, তাঁর স্পর্শও যেন বাহিরের কিছুতে না পরে।
এখন এর বর্তমান অবস্থা সম্পর্কে একটু বলা যাক,
কালের বিবর্তনে কাঠের টুকরো যেমন শক্ত পাথরে রূপান্তরিত হয়,
সময়ের ব্যবধানে আজ তা এমনই জীর্ণ এক মানব ফসিল।
আমার ভালবাসার প্রদীপ জ্বলতে শেখার আগেই নিভে গেছে
হেরে গেছে দায়িত্ববোধ আর সমাজের ভ্রান্ত নিয়মের কাছে হেরে
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৬ নভেম্বর ২০১৯ /এমএম
Array