বাংলানিউজ সিএ ডেস্ক ::
নিজের মেধা ও দক্ষতা দিয়ে দেশের বাইরে বিভিন্ন খাতে সফল হয়েছেন, এখন দেশের চলমান উন্নয়নে সম্পৃক্ত হতে চান প্রবাসীরা। দেশের টানে তাঁদের আগ্রহের যেন অন্ত নেই। এ জন্য বাংলাদেশের উন্নয়নে নিজের মেধা ও পুঁজি দুটিই বিনিয়োগ করতে চান। এখন দরকার একটি প্ল্যাটফর্ম। এর বাইরে আমলাতান্ত্রিক জটিলতা এবং ঢাকাসহ প্রধান শহরগুলোর যানজট নিরসন, বিনিয়োগের প্রক্রিয়া সহজীকরণ তথা ওয়ানস্টপ সার্ভিস চালু করার দাবি জানান। তাহলে প্রবাসীরা বিনিয়োগে এগিয়ে আসবেন। প্রবাসী প্রকৌশলীদের নিয়ে দুই দিনের সম্মেলনে প্রবাসীরা এসব কথা বলেন।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল মঙ্গলবার দুই দিনের সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ব্রিজ টু বাংলাদেশ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। আজ সম্মেলনের শেষ দিন।
গতকাল মোট ছয়টি আলাদা সেশন অনুষ্ঠিত হয়। দেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে প্রথম সেশনে সভাপতিত্ব করেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সৌদিপ্রবাসী আনিসুর রহমান বলেন, সৌদি আরবের ২২ লাখ প্রবাসী দেশে বিনিয়োগে আগ্রহী। এটা লাভের আশায় নয়, মাতৃভূমির টানে করতে চান। কিন্তু দেশে নানা সমস্যায় এই বিনিয়োগ করতে পারছেন না। তিনি দেশের বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতা নিরসন ও ওয়ানস্টপ সার্ভিস চালুর আহ্বান জানান। তাহলে প্রবাসীরা বিনিয়োগে এগিয়ে আসবেন।
কানাডাপ্রবাসী জাহান হাসিন বলেন, ‘আমি ও আমার স্বামী ওখানে সফলভাবে ব্যবসা করছি। দেশেও বিনিয়োগ করতে চাই। কিন্তু যানজটের কারণে সন্তানরা দেশে আসতে চায় না। এ ছাড়া নিরাপদ খাদ্যও একটি সমস্যা। এগুলোর সমাধানে পদক্ষেপ নিতে হবে।’
সেশনের আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ‘দেশের বিনিয়োগ পরিবেশ আগের চেয়ে ভালো হয়েছে। সিঙ্গাপুরের জন্য দুই হাজার একর জমি দিয়েছি। জাপানি বিনিয়োগকারীদের জন্য জমি দিয়েছি। ভারত ও চীনও জমি পেয়েছে। আপনারও (প্রবাসী) আসেন। জমিসহ অন্যান্য আমলাতান্ত্রিক জটিলতা কমেছে।’
বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, এখন সশরীরে উপস্থিত না হয়েই আটটি সেবা পাওয়া যাচ্ছে। আগামী মাসে সেটি ১৬টি উন্নীত হবে। আশা করি, খুব শিগগিরি বিনিয়োগসংক্রান্ত সব সমস্যা এক ছাদের নিচ থেকেই দেওয়া সম্ভব হবে। শতাধিক সেবা এক জায়গা থেকে দেওয়ার নিশ্চয়তা দিতেই ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে। বিনিয়োগে কোনো প্রতিবন্ধকতা রাখা হবে না।
গতকাল প্রথম দিনে প্রবাসীরা পরিবহন ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা, নগর উন্নয়ন ও বিদ্যুৎ-জ্বালানি খাতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছেন। বিশ্বের ৩০টি দেশের বিভিন্ন খাতে অভিজ্ঞতাসম্পন্ন তিন শতাধিক প্রকৌশলী অংশ নিয়েছেন সম্মেলনে।