Menu

বাংলানিউজসিএ ডেস্ক ::

মোহাম্মদ আলী

তুমি পুড়ে ফেলেছো,

আমার দেয়া ভালোবাসার সব চিঠি।

চৈত্রের দুপুরে বকুল তলায়

স্তূপ করেছো প্রায় পাঁচ শতাধিক চিঠি,

তারপর দিয়াশলাইয়ের কাঠিতে

একটা খোঁচা।

দাউ দাউ করে জ্বলছে চিঠির স্তূপ,

জ্বলছে প্রেম, জ্বলছে ভালোবাসা,

জ্বলছে আমার হৃদয়ের কথা।

সকল চিঠি পুড়ে শেষ,

একটা চিঠির একটা অংশ-

পোড়ার আগেই আগুন নিভে গেল

অক্ষত সেই অংশে লিখাছিল

তোমাকে ভালোবাসি।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৪ নভেম্বর ২০১৯ /এমএম


Array