Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার দুপুর অথবা বিকেলের দিকে দক্ষিণ-পশ্চিম উপকূল সুন্দরবন ও খুলনায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চার সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকালে বিশেষ বিজ্ঞপ্তিতে -১৬ এর মাধ্যমে এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।আবহাওয়াবিদদের ধারনা, বুলবুলের বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তবে উপকূলে চলে আসার আগে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২৩ কিলোমিটার।

শুক্রবার সকালে চার সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে। এই সংকেতে বলা হয়েছে, ‘বন্দর ঘূর্ণিঝড় কবলিত। বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১-৬১ কিলোমিটার তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনো হয়নি।’

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৮ নভেম্বর ২০১৯ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ