Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: প্রেমে বাঁধা পরিবারের। অবশেষে ছিড়ে যায় প্রেমের বাঁধন। দুজনের রাস্তা হয়ে যায় আলাদা। দয়াল সাহার রচনা ও সাগর জাহানের পরিচালনায় এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে তাহসান ও মেহজাবীন চৌধুরীর নতুন নাটক। নাম ‘মেঘ মিলন’।

নির্মাতা বলেন, ‘পরিবার ও মা-বাবা যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা দেখা যাবে এই নাটকে। প্রথমে প্রেম তারপর বিদেশে গিয়ে নানা ধরনের ঝামেলায় জড়িয়ে পড়ে প্রেমিক-প্রেমিকা। অবশেষে সাত বছর পর তাদের দেখা হয়, তখন নতুন কিছু উপলব্ধি হবে তাদের।’
জানা গেছে, দুই পরিবারের গল্প নিয়ে নির্মিত হওয়া ‘মেঘ মিলন’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভিতে প্রচারিত হবে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৭ নভেম্বর ২০১৯ /এমএম


Array