Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির কানাডা গ্রোসারিস অ্যান্ড অ্যাসেনশিয়াল বেনিফিট’ এর ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন কানাডিয়ানরা।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি’ গত বছর ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটির অর্থনীতিকে চাঙ্গা করতে একের পর এক প্রকল্প এবং সিদ্ধান্ত গ্রহণ করে চলেছেন। দেশটিতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা মধ্যবিত্ত এবং নিম্নআয়ের নাগরিকদের বিশেষ সুবিধা দিতে লিবারেল সরকারের প্রধান, প্রধানমন্ত্রী মার্ক কার্নি’ কানাডা গ্রোসারিস অ্যান্ড অ্যাসেনশিয়াল বেনিফিট (Canada Groceries and Essentials Benefits) এর ঘোষনা দিয়েছেন। এর ফলে ১২ মিলিয়নেরও বেশি নিম্ন ও মধ্যম আয়ের কানাডিয়ানরা সরাসরি উপকৃত হবেন।

বিশ্বজুড়ে আর্থিক সঙ্কটের মধ্যে কানাডায় খাদ্যপণ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। জীবনযাত্রার ব্যয় বাড়ায় হিমশিম খাচ্ছেন নাগরিকরা। ঠিক এমনই একটি সময়ে প্রধানমন্ত্রীর এ ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন কানাডিয়ানরা।

গ্রোসারী রিবেট সুবিধার আওতায় চার সদস্যের পরিবার এ বছর সর্বোচ্চ ১,৮৯০ ডলার পর্যন্ত পাবেন। যা আগে ছিল ১,১০০ ডলার।পরবর্তী চার বছর প্রতি বছর পাবেন প্রায় ১,৪০০ ডলার। সিঙ্গেল ব্যক্তি পাবেন সর্বোচ্চ ৯৫০ ডলার পর্যন্ত।

কানাডায় বসবাসরত লক্ষাধিক প্রবাসী বাঙালিরাও গ্রোসারি বেনিফিটের এই সুবিধা পাবেন।

অন্যদিকে রাজনীতিতে বিরোধীতা থাকলেও জনগণের স্বার্থে গ্রোসারি বেনিফিটের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশটির বিরোধী দলীয় নেতা ও কনজারভেটিভ পার্টির প্রধান পিয়েরে পলিয়েভ। সাধারণ জনগণের পকেটে সরাসরি স্বস্তি পৌঁছে দেওয়াই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত বলে তিনি মনে করেন।

কানাডার বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মার্ক কার্নির যুগান্তকারী এই গ্রোসারিস অ্যান্ড অ্যাসেনশিয়াল বেনিফিটের ঘোষণা কানাডার রাজনীতিতে মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রবাস বাংলা ভয়েস /কানাডা/২৯ জানুয়ারি ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ