Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  :: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কানাডা আলবার্টা বিএনপির পক্ষ থেকে এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।আলবার্টা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মেহেদী হাসান রনি মিডিয়া কে দেয়া শোক বার্তায় জানান, আজ বাংলাদেশের ইতিহাস আরও একটি গভীর শূন্যতায় ঢেকে গেল। নিভে গেল এক দৃঢ় কণ্ঠ, থেমে গেল এক সংগ্রামী হৃদয়ের স্পন্দন। তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, গণতন্ত্রের আপসহীন সৈনিক বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কারাগার, অসুস্থতা, অবহেলা, নির্যাতন—সবকিছুর মাঝেও তিনি মাথা নত করেননি। ব্যক্তিগত বেদনা ভুলে দেশ ও মানুষের জন্য আজীবন লড়ে গেছেন। রাজনীতি তাঁর কাছে ক্ষমতার নয়, ছিল আত্মত্যাগের নাম।আজ জাতি হারালো একজন শক্তিশালী নেতৃত্বকে, হারালো এমন একজন নারীকে যিনি ভেঙে পড়েননি, ভাঙেননি—বরং ইতিহাস গড়ে গেছেন। মহান আল্লাহ যেন আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আর শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দেন। আমরা আলবার্টা বিএনপির পক্ষ থেকে তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আগামী বৃস্পতিবার পহেলা জানুয়ারি 2026 বাদ মাগরিব সময় বিকাল ৫:টায় ক্যালগেরি’র বায়তুল মুককারাম মসজিদ (BMICC) দোয়ার আয়োজন করা হইয়াছে। ক্যালগেরি বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে তিনি সবাইকে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ৩০ ডিসেম্বর ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ