প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বেশ কিছুদিন ধরে কানাডা সফরে রয়েছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। বছরের শেষ মুহূর্তটা দারুণ আনন্দে কাটাচ্ছে তিনি। এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, দেশটির ওটায়া শহরে একটি অনুষ্ঠানে আমন্ত্রণে যোগ দেওয়ার কথা। এবার সেই অনুষ্ঠানে পারফর্ম করে জানান দিলেন নুসরাত ফারিয়া। সেখানকার মঞ্চ মাতালেন অভিনেত্রী।রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নেন নুসরাত ফারিয়া। সেই ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি গ্ল্যামারাস ফ্রিল ড্রেস ও সাদা বুট পরে মঞ্চে ঝড় তুলছেন অভিনেত্রী।
জানা গেছে, ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারের সেই জমকালো পারফরম্যান্সের ভিডিওটি মুহূর্তেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সঙ্গে তাল মিলিয়ে ফারিয়ার স্টাইলিশ মুভগুলোতে তার নাচের দক্ষতাও ফুটে ওঠে। এ সময় ফারিয়ার নাচের ভঙ্গি ও অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করলেও কেউ কেউ মজাও নেন। এক নেটিজেন লিখেছেন, ‘অসাধারণ নেচেছেন আপু।’ একজন জায়েদ খানের সঙ্গে তুলনা করে মজা করে লিখেছেন— ‘জায়েদ খান প্রো।’এর আগে ওটায়া থেকে শেয়ার করা ফারিয়ার একটি অফ-শোল্ডার কালো গাউন পরা ছবি ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলে। সেখানে নেটিজেনরা তাকে ‘ক্লিওপেট্রা’র সঙ্গেও তুলনা করেন।
কানাডা ভ্রমণের এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সফরসঙ্গী হিসেবে দেখা গেছে সময়ের আলোচিত অভিনেতা জায়েদ খানকেও। বড়দিন ও নতুন বছরের আমেজ তারা একসঙ্গেই উদযাপন করছেন।গত ২৬ ডিসেম্বর সেই ছবি প্রকাশ করে ফারিয়া লিখেছিলেন, ‘২৭ তারিখ দেখা হবে ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে।’ এরপরই ভক্তরা আশা বাঁধেন— নিশ্চয়ই জায়েদ খানের সঙ্গে জমকালো মঞ্চে একসঙ্গে মাতবেন তারা। যদিও নাচের সেই ভিডিওতে জায়েদ খানকে দেখা যায়নি। তাই এক নেটিজেন মন্তব্য করে বলেছেন— জায়েদ খান কোথায়?
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৯ ডিসেম্বর ২০২৫ /এমএম





