Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ছায়ানট , উদীচী এর কেন্দ্রীয় কার্যালয়ে নাশকতা, ভাংচুর এবং অগ্নি সংযোগ এর প্রতিবাদে কানাডার স্থানীয় সময় আজ শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ টরন্টোস্থ বাংলাদেশ সেন্টারে বিকেল ৩ ঘটিকায় ছায়ানট এলামনাই এসোসিয়েশন টরন্টো এবং উদীচী ক্যানাডা আয়োজিত গানে গানে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহমেদ হোসেন , তপন সাইয়েদ , ড. মাহমাদুল আনাম। বক্তারা গণমাধ্যম ও সাংস্কৃতিক বলয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত নাশকতা দেশের সংস্কৃতির ধ্বংসের হুমকিস্বরূপ।অনুষ্ঠানে উভয় দলের উল্লেখ্যযোগ্য সংখ্যক শিল্পীবৃন্দ বিন্দু আনাম, রুমি, তপন,সুমনের নেতৃত্বে ১১টি জাগরনি সঙ্গীত পরিবেশন করেন। কি বোর্ডে সংগত করেন জাহিদ হোসেন, তবলায় অমিত সাহা, ঢোলে শ্যামল , গিটারে আসিফ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমন সাইয়িদ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৮ ডিসেম্বর ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ