Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে টরোন্টো ফিল্ম ফোরাম এর উদ্যোগে চলছে মুক্তি যুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনী গত ১২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে টরোন্টোর ৩০০০ ডেনফোর্থ এভিনিউতে।

কানাডার স্থানীয় সময় গতকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মরণে সংগঠন টি প্রদীপ মিছিলের আয়োজন করে। গত ১১বছর যাবৎ এই দিবসটি টরন্টো ফিল্ম ফোরাম পালন করছে এবং গণহত্যার আন্তর্জাতিক সীকৃতির দাবী জানিয়ে আসছে।শহীদ বুদ্ধিজীবী দিবসে দর্শকেরা প্রচন্ড কনকনে শীতে বাইরে রাস্তায় প্রদীপ হাতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের গান গেয়ে আর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে কিছু সময় উৎসর্গ করে সেখানে।

শহীদ বুদ্ধিজীবী দিবসে টরন্টো ফিল্ম ফোরামে প্রদর্শিত হয়েছে “আজীবন মুক্তিযোদ্ধা” প্রামাণ্যচিত্রটি। “ড. নূরুন নবী: আজীবন মুক্তিযোদ্ধা”—একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী, লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীর সংগ্রামমুখর ও বর্ণাঢ্য জীবনভিত্তিক এক অনন্য দলিল। তাঁর লেখা ‘বুলেট অব সেভেন্টি ওয়ান: আ ফ্রিডম ফাইটার্স স্টোরি’ অবলম্বনে নির্মিত এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন নির্মাতা নাদিম ইকবাল। এতে উঠে এসেছে, একজন মুক্তিযোদ্ধার আজীবন লড়াই, দেশপ্রেম ও আদর্শের গল্প। মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই প্রদর্শনী চলচ্চিত্রপ্রেমী ও ইতিহাসমনস্ক সকলের জন্য এক অনন্য অভিজ্ঞতার সুযোগ।

আজ প্রদর্শিত হয়েছে “সাবিত্রী” চলচ্চিত্রটি, পরিচালনা করেছেন পান্থ প্রসাদ । আগামীকাল সমাপনী দিনে কানাডার স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত “মেঘমল্লার” চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।আয়োজকরা জানান, কানাডায় প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিশু কিশোরদের মাঝে বাংলাদেশের বিজয় দিবসের চেতনা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই এই আয়োজন। তাঁরা জানান, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদের এই আয়োজন অব্যাহত থাকবে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮ ডিসেম্বর ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ