অমিত কুমার উকিল, সাস্কাটুন প্রতিনিধি, কানাডা :: বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উপলক্ষ্যে আজ কানাডার স্থানীয় সময় ৭ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৭ টায় সাস্কাটুনের কনফেডারেশন ইন হোটেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা।
এ সময় “ড: নুরুন নবী – আজীবন মুক্তিযোদ্ধা” চলচ্চিত্র টি প্রদর্শন করা হয়। একুশে পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী, রাজনীতিবিদ, সমাজকর্মী ও লেখক ড. নূরুন নবী। তার বর্ণাঢ্য ও সংগ্রামমুখর অনুকরণীয় জীবনের চিত্র নিয়ে ‘ড. নূরুন নবী: আজীবন মুক্তিযোদ্ধা’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নাদিম ইকবাল।
নির্মাতা তার উদ্যম ও দক্ষতার ছাপ রেখেছেন নির্মাণশৈলীতে। ড. নূরুন নবীর লেখা সাড়া জাগানো বই ‘বুলেট অব সেভেন্টি ওয়ান: আ ফ্রিডম ফাইটার্স স্টোরি’ অবলম্বনে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৩০ মিনিট। চলচ্চিত্রে বাংলাদেশের ৫২ বছরের গল্প ফ্রেমবন্দি করেছেন নির্মাতা নাদিম ইকবাল।
বাংলাদেশের গৌরবময় অর্জনের কালজয়ী দৃষ্টান্ত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের বীর মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে সংগ্রাম করে এ বিজয় অর্জন করেছিলেন। এরপর যারা আত্মনিয়োগ করেছেন দেশ গড়ার কাজে ড. নূরুন নবী তাদের অন্যতম।চলচ্চিত্র টি দেখতে আসা দর্শকরা বারবার ফিরে গেছেন অতীতের বাংলাদেশে। নতুন প্রজন্মের দর্শকরা চোখের সামনে যেন মুক্তিযুদ্ধ দেখেছেন। পিনপতন নীরবতায় উপস্থিত দর্শকরা চলচ্চিত্রটি উপভোগ করেন।
প্রদর্শনী শেষে আয়োজকদের পক্ষে কামনাশীষ দেব, বাংলাদেশী অ্যাসোসিয়েশন অফ সাস্কাচুয়ান (বিকাশ) এর সভাপতি আরিফুর রহমান, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সাইফুল আমিন, শিবশংকর পোদ্দারসহ বেশ কয়েকজন কমিউনিটির পরিচিত মুখ বক্তব্য রাখেন। দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুক্তিযোদ্ধা ড: নুরুন নবী এবং নির্মাতা নাদিম ইকবাল।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৮ ডিসেম্বর ২০২৫ /এমএম









