Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: বাংলাদেশের ৫৪ তম বিজয় দিবসকে ঘিরে কানাডার টরন্টোর এসটি প্যাট্রিক ক্যাথলিক সেকেন্ডারি স্কুলে শনিবার অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ম্যাক থিয়েটারের প্রযোজনায় মঞ্চায়িত হয়েছে নাটক “ওরা জেগে আছে”।

“ওরা জেগে আছে” নাটকটিতে একজন মুক্তিযোদ্ধার গল্পে গাঁথা। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধার সাথে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে নাটকটিতে।

নাটকের পূর্বে জাগরণের গান পরিবেশিত হয়েছে।নাটকটিতে অভিনয় করেছেনঃ সিরাজুল কাদের রাজু, আরিয়ান হক, আরিফুল ইসলাম রানা, উজ্জ্বল দেব, তানিয়া নুর, অদিতি ফউজিয়া ও ম্যাক আজাদ।

নাটকটির মূল গল্প মানস রায়, সময়োপযোগী সংস্করণ ও নির্দেশনায় ছিলেন ম্যাক আজাদ। এ ছাড়াও ছিল কানাডায় বসবাসরত শিল্পীদের নিয়ে সমবেত সঙ্গীত “জাগরণের গান”।

অংশগ্রহণে ছিলেন হাওয়াইয়ান গিটার বাদক এনামুল কবির ও রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার শিল্পীবৃন্দ। নূত্য পরিবেশনায় ছিলেন- প্রিয়াঞ্জনা রয় চৌধুরী ও তার ‘নৃত্য-পদক্ষেপ’ দল।

আয়োজকরা জানিয়েছেন, নতুন প্রজন্মের মাঝে আমাদের ইতিহাস ঐতিহ্য কে ধরে রাখতে এবং চর্চা অব্যাহত রাখতেই আমাদের এই আয়োজন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৩ ডিসেম্বর ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ