লায়লা নুসরাত, সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: অন্যস্বর টরন্টো এবং অন্যথিয়েটার টরন্টো আয়োজিত “একটা কিছু মারাত্মক ঘটছে কোথাও” শীর্ষক কবি আবুল হাসান এর কবিতা নিয়ে মনোজ্ঞ কবিতা আবৃত্তির অনুষ্ঠানসম্পন্ন হয়েছে টরন্টো ফিল্ম ফোরাম এর চলচ্চিত্র প্রদর্শনী কেন্দ্রে।
অনুষ্ঠানটি দুইটি পর্বে বিভক্ত করে পরিবেশন করা হয়। প্রথম পর্বে মুনিমা শারমীন আবৃত্তি করেন “নির্বাসনায় মাইল মাইল” ও “আবুল হাসান” এর সংকলন, ইলোরা সাঈদ “চামেলি হাতে নিম্নমানের মানুষ”, মানবী মৃধা “বৃষ্টি চিহ্নিত ভালোবাসা” ও “স্রোতে রাজহাঁস ভাসছে”, জুলিয়া নাসরিন “অনুতাপ” এবং ফারিয়া শারমিন ও ইশতিয়াক মাহমুদ “যুগলসন্ধি” ও “উচ্চারণগুলি শোকের”।
সানি জুবায়ের এর সুরে মেহজাবিন বিনতে ওসমানের কন্ঠে “যুগলসন্ধি” গানটি দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি হয়। এরপর কবি আবুল হাসান এর খালাতো ভাই শেখ শাহ্নাওয়াজ মঞ্চে এসে কবির বেড়ে ওঠা, কৈশোর ও যৌবন নিয়ে আলোকপাত করেন। দ্বিতীয় পর্বে রিফফাত নূয়েরীন পরিবেশন করেন “একলা বাতাস” ও “কল্যাণ মাধুরী”, ফারিহা রহমান “কুরুক্ষেত্রে আলাপ” ও “যুগলসন্ধি”, আনিসা লাকী “পাখি হয়ে যায় প্রান” ও “একটা কিছু মারাত্মক” ও “ক্লান্ত কিশোর” এর সঙ্কলন, ফারজানা বেবী “ধরিত্রী” ও “তোমার চিবুক ছোঁব”, দিলারা নাহার বাবু “স্তন” ও “নিঃসঙ্গতা” আবৃত্তি করেন, আসিফ চৌধুরী “জন্মমৃত্যু জীবনযাপন” এবং …কবিতা টিতে সুরারোপ করে গান টি পরিবেশন করেন।পরিশেষে আহমেদ হোসেন এর কথা এবং “উদিত দুঃখের দেশ” কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ফারজানা বেবী ও যান্ত্রিক সহযোগিতায় বদরুদ্দোজা সিদ্দিকী এবং ফারিয়া শারমিন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০১ ডিসেম্বর ২০২৫ /এমএম







