আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: প্রজন্ম থেকে প্রজন্মাতরে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। উৎসবে প্রবাসীদের আনন্দঘন মুহুর্তকে স্মরণীয় করতে যোগ দিয়েছিলেন প্রখ্যাত সংগীত শিল্পী শুভ্র দেব এবং বিদেশীরাও।
প্রকৃতির বৈচিত্র্যময় আবাহনে বাংলার মাঠে প্রান্তরে এখন পিঠা উৎসবের আমেজ। নতুন ধানে ঘরে ঘরে পিঠা-পুলির উৎসব। আর এই উৎসবের সঙ্গে তাল মিলিয়ে কর্মময় জীবনের পাশাপাশি প্রবাসী বাঙালিরাও মেতে উঠেছিল পিঠা উৎসবে। বাঙালি জীবনে সংস্কৃতির এই উৎসব যেন এক মহামিলন।নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য।
রঙিন আর বর্নিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পসরা সাজিয়ে পরিবেশন করে চিতই পিঠা,পাটিসাপ্টা, পুলি এবং গুরা পিঠা, গোলাপ পিঠা,পাকন পিঠা, ভাপা পিঠা এবং হৃদয় হরন পিঠাসহ নানা ধরনের পিঠা।বছরের প্রায় আট মাসই বরফাচ্ছাদিত থাকলেও লোকজ ভাবনা, বাংলার প্রকৃতির ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় হৃদয় মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের আনন্দ জয়গানে। সারাদিন ব্যাপী উৎসবে বাঙালির চিরাচরিত আড্ডা আর শিশু-কিশোর, নারী-পুরুষের পদচারণায় পুরো সেন্টার পরিণত হয়েছিল এক খণ্ড বাংলাদেশে।
প্রবাসের মাটিতে শুভ্র দেবের আশি আর নব্বই দশকের সব বিখ্যাত অনবদ্য গানে মুগ্ধ হন দর্শকরা, নস্টাল জিয়ায় ফিরে যান অতীতের ফেলে আসা স্মৃতিতে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ও প্রবাস বাংলা ভয়েস।বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান বলেন, ‘আমাদের রয়েছে সুন্দর একটি সংস্কৃতি। আমাদের সেই ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নবপ্রজন্মের কাছে তুলে ধরতে চাই।
আর তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বিদেশিরাও উপভোগ করছে আমাদের এই অনুষ্ঠান, বিভিন্ন দেশের ভাষাভাষীর মানুষও অংশগ্রহণ ও উপভোগ করছে আমাদের এই অনুষ্ঠান।’বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সাধারণ সম্পাদক আসিফ হোসেন বলেন, শীতকালীন পিঠা উৎসবে প্রবাসীরা খুব আনন্দ উচ্ছ্বাসে উপভোগ করছে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান। শীতের এই সময়টায় আমরা বাংলাদেশ কে খুব মিস্ করি।
আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা কিছুটা সময়ের জন্য হলেও প্রবাসে আমরা ফিরে পেয়েছিলাম লাল-সবুজের বাংলাদেশকে।’দূরপ্রবাসে বাঙালি সংস্কৃতির এ উৎসব যেন এক মহামিলন। কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে এমনি করে বারবার মহামিলনে জেগে উঠুক নতুন প্রজন্ম– এমনটাই প্রত্যাশা ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ৩০ নভেম্বর ২০২৫ /এমএম










