প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই বচ্চন একসময় বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীকেও নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়েছে। সন্তান ধারণের পর ওজন বৃদ্ধি নিয়ে তার দিকে ধেয়ে এসেছে তির্যক মন্তব্য। এ বিষয়ে এবার কথা বললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রেণুকা শাহানে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী রেণুকা বলেন, বছরের পর বছর ধরে সাফল্য অর্জন করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আমাদের কি সেটি উদযাপন করা উচিত নয়? তিনি বলেন, আপনাকে বাদ দিতে কোনো সংস্থার এক মিনিটও সময় লাগবে না। আর ওই দিকে ঐশ্বরিয়া বছরের পর বছর ধরে কয়েকটি সংস্থার ‘অ্যাম্বাসেডর’ হয়ে রয়েছেন।
রেণুকা শাহানে বলেন, আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এরপরও মানুষ প্রশ্ন তোলেন—ও কী পোশাক পরেছে। মোটেই এই পোশাকে ওকে মানাচ্ছে না। তিনি বলেন, এসব করা বন্ধ করুন। ভালো কিছু বলার না থাকলে নিজেদের মুখটা বন্ধ করুন।
বর্তমান ডিজিটাল যুগে অভিনেত্রীদের সবসময় কড়া নজরদারিতে তাকান সাধারণ মানুষ। তারকারা মোটা হলেন না কি রোগা হলেন, কী পোশাক পরলেন— সব কিছু নিয়ে মন্তব্য করা হয়। অভিনেত্রীদের পক্ষে এ পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। মা হওয়ার পর স্বাভাবিকভাবেই অভিনেত্রীদের ওজন বাড়ে।
কিন্তু সেই বাস্তবতাও মেনে নিতে রাজি নয় সামাজিক মাধ্যম বলে মনে করেন ছোটপর্দার অভিনেত্রী। তিনি অভিষেক বচ্চনও এ বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন এক পুরনো সাক্ষাৎকারে। তিনি বলেছিলেন—কাকে কেমন দেখতে লাগছে, তা নিয়ে মন্তব্য করা একেবারেই সংবেদনশীলতার পরিচয় নয়।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১২ নভেম্বর ২০২৫ /এমএম





