আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::কানাডার ক্যালগেরি’র বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলবার্টা শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও নৈশ ভোজের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।প্রধান বক্তা হিসাবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন কানাডা বিএনপি পশ্চিমের সভাপতি খন্দকার আব্দুল আহাদ। এবং বিশেষ অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন কানাডা বিএনপি পশ্চিমের সাধারণ সম্পাদক মোহা: মুজিবর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর জনগণ সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র নস্যাৎ করেছিল। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্থান ছিল দেশের জন্য এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্র ধ্বংসের জন্য এখন নানা অপচেষ্টা ও ষড়যন্ত্র চলছে।
বক্তারা আরো বলেন, আসুন জননেতা তারেক রহমানের নেতৃত্বে ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসে ও আমরা জাতীয়তাবাদী শক্তিকে আরো ঐক্যবদ্ধ করে গড়ে তুলি।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাইফুল আলম মিশন আনোয়ারুল করিম হিরু এবং মোহাম্মদ রিপন রশিদঅনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেদী হাসান রনি।এছাড়াও উপস্থিত ছিলেন — ওবায়দুর রহমান, আনিসুল কবির, মোহাম্মদ নাইম, সাইফুল ইসলাম, সায়েদুল হক এবং আরো অনেকে।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কানাডার আলবার্টা বিএনপি এর আহবায়ক সরকার মোহাম্মদ শাহীন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৮ নভেম্বর ২০২৫ /এমএম





