আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে বারাকা এ্যপায়েরল’ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। দিনব্যাপী আয়োজনে ছিল বাংলাদেশি সুস্বাদু বিভিন্ন ধরনের পিঠা। এছাড়াও আয়োজনে ছিল বাহারি রকমের শাড়ি, সহ মহিলাদের সাজগোজের নানা রকমের সরঞ্জাম।সব মিলিয়ে এক অন্যরকম মিলনমেলায় পরিণত হয়েছিল এই আয়োজন।
প্রাণের আনন্দে মেতে ছিলেন প্রবাসী বাঙালিরা।ভালোবাসার রং, আড্ডার রং, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য আর ভালোবাসা বিনিময়ে ছিল তৎপর। প্রমাণ মিলেছে প্রবাসী বাঙ্গালিদের একে অপরের আড্ডা আর সান্নিধ্যে আসার। লোক সমাগমের আগমনে ঘটেছিল এক ভিন্ন মাত্রার।
ক্যালগেরির ‘বারাকা এ্যপায়ারেল’এর স্বত্বাধিকারী আরিফা রব্বানি বলেন, প্রতি বছরই পিঠা উৎসবের আয়োজন করি। এবার বাংলাদেশ সেন্টারে একটু ব্যতিক্রম আয়োজন করেছি। প্রবাসী বাঙালিদের সম্মিলনে সত্যিই এ এক অন্যরকম ভাললাগা ও ভালবাসার আয়োজন। যারা এসেছেন এবং যারা আসতে পারেননি সকলের জন্য শুভ কামনা।প্রকৃতির বৈচিত্র্যময় আবাহনে বাংলার পথে-প্রান্তরে এখন পিঠা উৎসবের আমেজ। নতুন ধানে ঘরে ঘরে পিঠাপুলির উৎসব। বাঙালি জীবনে সংস্কৃতির এই পিঠা উৎসব ছিল এক অন্যরকম ভাললাগার অনুভুতির।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৩ নভেম্বর ২০২৫ /এমএম







