Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: প্রতি বৎসরের মতো এবারও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ ও উদীচী স্কুল অব আর্টস এন্ড কালচার উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানকে সামনে রেখে দুই দিন ব্যাপি হোপ ইউনাইটেড চার্চে শিশু-কিশোরদের জন্য এক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার নিয়ে টরোন্টোর শতাধিক শিশু কিশোর অংশ নেয় এই প্রতিযোগিতায়।
প্রতিযোগিতার বিষয় সমূহ ছিলো সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, একক অভিনয়, তবলা, চিত্রাঙ্কন ও গণসংগীত রচনা প্রতিযোগিতা।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগামী ২রা নভেম্বর ২০২৫ তারিখে বিকেল ৫.৩০ মিনিটেহোপ ইউনাইটেড চার্চে। অনুষ্ঠানে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান এবং গুণীজন সংবর্ধনা।এই আয়োজনকে সফল ও নতুন প্রজন্মকে উৎসাহ ও উদ্দীপনা দেবার প্রয়াসে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ সকলের আন্তরিক অংশগ্রহণ, সহযোগিতা কামনা করছে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ৩০ অক্টোবর  ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ