লায়লা নুসরাত, কানাডা প্রতিনিধি :: কানাডার ক্যালগেরির সেন্টার স্ট্রিট এর সেলেসটিয়া প্রোডাকশন হাউজে অনুষ্ঠিত চিত্রশিল্পী জেরিন তাজ এর একক চিত্র প্রদর্শনী দেশি-বিদেশী দর্শনার্থীদের মন কেড়েছে। বিকেল থেকে রাত অবধি এ চিত্র প্রদর্শনীতে প্রবাসীদের মাঝে শৈল্পিক সূজনশীলতার এক অপূর্ব শিল্পকর্ম ফুটে উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী ও সাবেক বেঙ্গলফাইন সিরামিকস-এ চিফ ডিজাইনার শিল্পী জেরিন তাজের ডিজাইনকূত অনন্য সব ডিজাইনের তৈজসপত্র ইতিমধ্যেই দেশ বিদেশের আন্তর্জাতিক বাজার তথা ইউরোপ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ নানা দেশে জনপ্রিয়তা লাভ করেছে।
শৈশব থেকেই জেরিন তাজ এর শিল্পপ্রেম ও প্রতিভার স্বীকৃতি মেলে। চারুকলা’র দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী থাকাকালীন সময়ে তাঁর সৃজনশীল মাধ্যম পোড়া মাটি দ্বারা শিল্পাচার্য জয়নুল আবেদিনের পোট্ট্রেইট নির্মাণ করেন যা এখনো আর্ট ইনস্টিটিউটের যাদুঘরে সংরক্ষিত আছে।
প্রদর্শনীতে শিল্পী’র এর ৩০ টিরও বেশি সেরা শিল্পকর্ম স্থান পেয়েছে।
যেখানে বাংলাদেশ সহ কানাডার বিভিন্ন অত্যাশ্চর্য প্রাকৃতিক চিত্র ও ফুটে উঠেছে।শিল্পীর কল্পনা শক্তি ও শিল্পের প্রতি আবেগের অপরুপ সৌন্দর্য্যর সমন্বয়- প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের ভূয়সি প্রশংসা কুড়িয়েছে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৬ অক্টোবর ২০২৫ /এমএম









