Menu

লায়লা নুসরাত, কানাডা প্রতিনিধি  :: নান্দনিক আয়োজনে কানাডার টরোন্টোতে আবৃত্তি সংগঠন বাচনিক পালন করল তাদের যুগপূর্তি উৎসব ” বাচনিক বৈভব”।কানাডার টরেন্টোর বাঙালি পাড়ার ডন অব ডেনফোর্থ মিলনায়তন বিভিন্ন শ্রেনী পেশার সব বয়সী মানুষের পদচারণায় ছিল মুখরিত। শতাধিক শিল্পীর পরিবেশনায় তুলে ধরা হয় বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে।

আবৃত্তি,নাচ আর গানে বাংলার সংস্কৃতিতে যোগ হয়েছিল এক ভিন্ন মাত্রা। ঢোলের বোল ,ধামাইল আর নানা আয়োজন উপভোগ করে কয়েক’শ সংস্কৃতিমনা দর্শকেরা।

আয়োজকরা জানান, প্রতিবছর এ ধরনের আয়োজন থাকলেও এবারে যুগপূর্তি হিসেবে বর্নাঢ্যভাবেই উদযাপিত হয়েছে বাচনিক এর বাৎসরিক এই আয়োজনটি। এ বছর সম্মাননা প্রদান করা হয় বরেন্য আবৃত্তি শিল্পী শিমুল মোস্তাফাকে।

 

উৎসব আয়োজনে উৎপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী,কবি শামসুর রাহমান এর পরিবারের সদস্যরা, কানাডার স্কারবরো সাউথ ওয়েস্ট, এর এমপিপি ডলি বেগম, বাচনিক এর কর্ণধার মেরী রাশেদীন, আবৃত্তিকা র রেজা অনিরুদ্ধ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।দর্শকরা জানান,এ ধরনের আয়োজন কানাডায় বসবাসরত নতুন প্রজন্মকে বাংলা, বাংলার সাংস্কৃতিকে আরো ভালোবাসতে উৎসাহ প্রদান করবে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৯ অক্টোবর  ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ