লায়লা নুসরাত, কানাডা প্রতিনিধি :: কানাডার টরেন্টো প্যাভিলিয়নে দেশী টিভি এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল স্টার এন্ড বিজনেস এচিভমেন্ট অ্যাওয়ার্ড (ISSBAA) আই এস বি এএ- ২০২৫ গুণীজন সম্মাননা।
অনুষ্ঠানে শিল্প সাহিত্য সমাজ কল্যাণ ও নিজ নিজ পেশাগত দক্ষতা অর্জনে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন বাংলাদেশের বিখ্যাত শিল্পী এস আই টুটুল, সালমা ও যুক্তরাষ্ট্র থেকে আগত মঞ্চ মাতানো শিল্পী মহিতোষ তালুকদার।
শিল্পীরা বাংলাদেশের বিখ্যাত বিভিন্ন গানে দর্শকদের মাতিয়ে রাখেন।প্রবাসী বাংলাদেশিদের আবেগ-অনুভূতির মিশ্রণে ভিন্ন ধরনের অনুষ্ঠানটি দর্শক-শ্রোতার মন ছুঁয়েছে।মহিতোষের গানে বাধ ভেঙ্গেছে ভালোবাসার, প্রেমের সুরে আন্দোলিত হয় প্যাভিলিয়ন। সফল আয়োজন হিসেবে অনুষ্ঠানের প্রশংসা করেছেন সবাই।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১২ অক্টোবর ২০২৫ /এমএম