Menu

ধারাবাহিক তোলপাড়ে ডা. এজাজ শামীমা ও অপর্ণা

বাংলানিউজসিএ ডেস্ক :: পেশাগতভাবে এজাজুল ইসলাম একজন ডাক্তার। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি বিভাগের প্রধান হিসেবে কর্মরত। তবে অভিনয়েও নিয়মিত তিনি।সম্প্রতি নতুন একটি ধারাবাহিক নাটকের সঙ্গে যুক্ত হয়েছেন। নাম ‘তোলপাড়’। এটি পরিচালনা করছেন মুসাফির রনি। রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। এ নাটকে ডা. এজাজের সঙ্গে আরও রয়েছেন অপর্ণা ঘোষ ও শামীমা নাজনীন। তিনজন এবারই প্রথম একসঙ্গে এক নাটকে অভিনয় করছেন।

রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্য ধারণের কাজ চলছে। নির্মাতা জানান, মেয়েদের একটি হোস্টেলের জীবনযাত্রা নিয়েই এ নাটকের গল্প আবর্তিত হবে। এতে অভিনয় প্রসঙ্গে ডা. এজাজুল ইসলাম বলেন, ‘নিঃসন্দেহে খুব ভালো একটি কাজ হচ্ছে। নাটকের গল্পের পাশাপাশি নির্দেশকের মুনশিয়ানায় এটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলেই আমার বিশ্বাস। শিল্পী হিসেবে এ নাটকে অভিনয় করে আমি সন্তুষ্ট।’ অপর্ণা ঘোষ বলেন, ‘গল্প ও চরিত্র ভালোলাগায় ধারাবাহিকটিতে অভিনয় করছি।
বেশ গুছানো এবং পরিপাটি একটি ইউনিট। এজাজ ভাই, শামীমা আপা অনেক উঁচু মাপের অভিনেত্রী। তাদের সঙ্গে কাজ করাটা ভীষণ উপভোগ করি।’ শামীমা নাজনীন বলেন, ‘চমৎকার একটি গল্পের নাটক। সবাই আন্তরিকতা নিয়ে কাজটি করছি।’ চলতি বছরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। বিভিন্ন পর্যায়ে এ ধারাবাহিকে সাজু খাদেম, মৌসুমী হামিদ, রাশেদ মামুন অপু, নিলয়, রাইজা রশীদ, ইমু শিকদার, নূসরাত জাহান পাপিয়া’সহ আরও অনেকে যুক্ত হবেন বলে জানিয়েছেন নির্মাতা।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০১ অক্টোবর ২০১৯/এমএম


Array