প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সংগীতজীবনে ২৫ বছর পূর্তির পূর্বমুহূর্তে সংগীতশিল্পী তাহসান খান আর কখনো গান করবেন না বলে ঘোষণা দিয়েছেন। বিদেশের মাটিতে মঞ্চে দাঁড়িয়ে শেষ গান করার বার্তা জানিয়ে দেন তার ভক্ত-অনুরাগীদের। তিনি কখনো গান গাওয়া থেকে শুরু করে, গান লেখা, সুর করা, অভিনয় করা—এমনকি কোনো কনসার্টেও করবেন না বলে জানিয়েছেন। সবকিছু থেকেই দূরে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাহসান খান। গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেলবোর্নের কনসার্ট মঞ্চে ভক্তদের সামনে এ ঘোষণা দেন তিনি।
যদিও এ সংগীতশিল্পী অভিনয় থেকে অনেক আগেই নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। এবার গান থেকেও বিদায়ের ইঙ্গিত দিলেন তিনি। তাহসানের গান থেকে সরে দাঁড়ানোর সেই ঘোষণার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভক্ত ও অনুরাগীরা নানা ব্যাখ্যা এবং সমালোচনায় মেতেছেন। বিশেষত করে এ সংগীতশিল্পীকে কটাক্ষ করে প্রশ্ন ছুড়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, দাড়ি রেখে বুঝি স্টেজে গান গাওয়া নিষেধ? মেয়ে বড় হলে বুঝি গান গাওয়া নিষেধ?
এবার তাহসান খানের এ ঘোষণাকে একরকম স্বাগত জানিয়ে পাশে দাঁড়িয়েছেন ব্যান্ড তারকা জন কবির। সমালোচকদের উদ্দেশে সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন— মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে নিজেদের ব্যক্তিগত জীবন বরবাদ করা একটি ব্যক্তিত্বহীনতার রোগ।
ব্যান্ড তারকা র এই পোস্টে সামাজিক মাধ্যম নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। তাহসান ভক্তরা ভীষণ খুশি। জিয়াউল হক অমি নামে এক নেটিজেন লিখেছেন—একমত। কথায় কাজে নিজেদের লিবারেল প্রকাশে রত থাকা ব্যক্তিদের দেখছি তাহসানের পার্সোনাল ডিসিশন নিয়ে এই গেল এই গেল করে হা-হুতাশ করতে। অথচ সারাজীবন এরা নিজেদের মানুষের ব্যক্তিস্বাধীনতা রক্ষার অতন্দ্রপ্রহরী দাবি করে।আরেক নেটিজেন লিখেছেন— তার ব্যক্তিগত ইচ্ছাকে ওয়েলকাম করছি। যে কারণে তার এ সিদ্ধান্ত আল্লাহ তাকে সহজ করে দিন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৫ সেপ্টেম্বর ২০২৫ /এমএম