Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার সাস্কটুনে শরতের আকাশে ভোরের পরশ নিয়ে এল বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড ‘ ওয়ারফেজ ‘। “ইকো’স অফ বেঙ্গল” – এর উদ্যোগে প্রেইরিল্যান্ড পার্কের হলভর্তি দর্শকদের সুরের সিম্ফনিতে মাতিয়ে দিলেন ওয়ারফেজ। তরুণ পাঁচ উদ্যোক্তা প্রীতম, রিপন, জয়দীপ, সব্যসাচী ও সৌভিক দের প্রথম প্রয়াস এই আয়োজন। সন্ধ্যার পর থেকে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের আগমনে হলটি মিলনমেলায় পরিণত হয়।দর্শকদের মুহূ মুহূ হাততালির মাঝে স্টেজে আসে ওয়ারফেজ। ওয়ারফেজের ৪০ বৎসর পূর্তির শুভেচ্ছা জানিয়ে অবাক ভালোবাসা, পূর্নতাসহ জনপ্রিয় গানগুলো পরিবশন করে।

অনেকদিন পর সাস্কাটুন প্রবাসী বাংলাদেশিরা এক মনোজ্ঞ সন্ধ্যা উপভোগ করলো। উপস্থিত দর্শকবৃন্দ ওয়ারফেজ এর উপস্থাপনায় মুগ্ধ হয়ে ঘড়ে ফিরে।ইকোস অব বেংগল ( Echos of Bengal ) এর অন্যতম সদস্য রিপন তালুকদার জানান, আমরা সত্যিই অভিভুত, পরবর্তীতে আরো বড় পরিসরে আমরা বাংলার সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরতে চাই। এতবড় আয়োজনে স্পন্সর এবং দর্শকসহ সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৩ সেপ্টেম্বর  ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ