Menu

২০০০ তম পর্বে একাত্তর সকাল

বাংলানিউজসিএ ডেস্ক :: প্রায় ছয় বছর ধরে রোজ সকাল ৮ টায় নানা নীতিনির্ধারণী বিষয় নিয়ে একাত্তর টেলিভিশনে প্রচার হচ্ছে ‘একাত্তর সকাল’। আগামী বুধবার ২০০০তম পর্বে পদার্পণ করছে একাত্তর সকাল।

শুরু থেকেই সংবাদ শিরোনামের পাশাপাশি দৈনিক প্রকাশিত জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রধান প্রধান খবর, খবরের পর্যালোচনা ও জনসাধারণের মতামত নিয়ে সাজানো হচ্ছে ‘একাত্তর সকাল’। এছাড়া থাকে বিশেষ ব্যক্তিদের মতামতসহ নানা আয়োজন। এর সঙ্গে যুক্ত করা হয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও অর্থনৈতিক সমসাময়িক সমস্যা ও সমাধান নিয়ে পর্যালোচনা।

দিনের শুরুতেই দিন শেষের খবর নিয়ে এই আয়োজন দর্শকদের প্রশংসা পেয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র বার্তা প্রযোজক মাজহারুল মাসুম। উপস্থাপনা করছেন ফারহানা রহমান, তানিয়া রহমান, রুবাইয়াৎ অদিতি, রাকিব হাসান, নিলুফা জাহান তিথী।

বাংলানিউজসিএ/ঢাকা/ ৩০ সেপ্টেম্বর ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ