কানাডা প্রতিনিধি :: ধ্রুবপদ পারফর্মিং আর্টস এন্ড রিসার্চ সেন্টারের আয়োজনে কানাডার টরেন্টোতে শিশুদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত ড: ভাস্বর বন্দোপাধ্যায়।প্রতিষ্ঠানটির পরিচালক ড: মমতাজ মমতার আকিল থমাস গার্ডেনের আলয়ে শিশুদের নিয়ে কর্মশালায় অভিভাবক ও শিশুদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ধ্রুবপদের পরিচালক ড: মমতাজ মমতা।
তিনি বলেন দীর্ঘ পঁচিশ বছরের পরিচয় আবৃত্তি গুরু ভাস্বর বন্দোপাধ্যায় টরন্টোতে এসে তাঁর ছাত্রদের জন্য কর্মশালা উপস্থিত হয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞ।ধ্রুবপদ এই চর্চা অব্যাহত রাখবে।আবৃত্তিকার হিমাদ্রী রায় বলেন শুদ্ধ ভাষার চর্চা ও সংস্কৃতির জন্য টরন্টো মেধার তীর্থ।
এই চর্চাকে পাথেয় করে প্রজন্মের মননে ও মস্তিষ্কে সংস্কৃতিকে প্রতিথ করার কাজটি করছেন ড: মমতাজ মমতা ও তার ধ্রুবপদ পারফর্মি আর্টস।এরপর ড:ভাস্বর বন্দোপাধ্যায় স্বরবর্ণ ও স্বরধ্বনির উপর শিশুদের ধারনা দেন।
শিশুদের স্বতঃস্ফূর্ততা দেখে তিনি বাংলা ভাষা ও বর্ণমালা নিয়ে ভীষণ আশাবাদী হয়ে বলেন এরাই শিকড়ের ভাষাকে বাঁচিয়ে রাখবে।এরপর অনুরাগ, ঋষি,তৃণব, পৌরব,শুভনিতা আরও কয়েকজন আবৃত্তি করেন।
সবশেষে ড: মমতাজ মমতা আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন ও ড: ভাস্বর বন্দোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৪ সেপ্টেম্বর ২০২৫ /এমএম