আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা :: কানাডার টরন্টোতে কানাডার স্থানীয় সময় আজ ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় ঘরোয়া ক্লাসিক মিলনায়তনে নাট্যগুরু মামুনুর রশীদ ‘প্রাচ্য প্রতিচ্য নাট্য’ দলের উদবোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় মঞ্চ ও টিভি অভিনেত্রী আফরোজা বানু।
শুরুতেই নাট্যকার নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম সম্মানিত অতিথিদের স্বাগত জানান । অনুষ্ঠান পরিচালনা করেন আবৃত্তিকার হিমাদ্রী রায়।এ সময় নাট্য সংগঠনের দশ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়।আলোকিত উপস্তিতি আফরোজা বানু নাটককে প্রজন্মের কাছে নিয়ে যেতে হবে বলে টরন্টো একটি সর্বদলীয় নাট্যোৎসব করবে প্রাচ্য প্রতিচ্য এমন আশাবাদ ব্যক্ত করেন।
শ্রদ্ধেয় মামুনুর রশীদ বলেন নাটক আমাদের ভাবতে শেখায়, সচেতন হতে শেখায়। চেতনায় যেন আমরা বিভ্রান্ত না হই। বাংলা সংস্কৃতি মননের নিমগ্নতায় নিয়ে আমাদের চর্চা আরও বেগবান হোক এই আশীর্বাদ করেন।
অনুষ্ঠানে নতুন সদস্যরা তাদের পরিচয় ও অনুভূতি ব্যাক্ত করেন।অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। সাঈয়েদা ফাতিমা,শিউলি চৌধুরী, শাপলা শালুক ও মানবী মৃধা।এর পর মোমবাতি প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ হয় প্রাচ্য প্রতিচ্য নাট্যের।
নাট্যকার নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম বলেন যে আমাদের সৌভাগ্য দুজন্য মহিরুহের উপস্থিতিতে দলের আত্মপ্রকাশ হলো। এখন কাজের মধ্য দিয়ে আমাদের বিকশিত হওয়া।
হিমাদ্রী রায় বলে অন্তর দিয়ে কিছু চাইলে প্রকৃতি সেই মনোবাঞ্ছা পুরণে সহায়তা করে নইলে কেনইবা এই সময়ে শ্রদ্ধেয় মামুনুর রশীদ কানাডায় আসবেন এবং তাঁর হাত ধরেই সংগঠনের যাত্রা হবে।কবি দেলওয়ার এলাহী বলেন আমাদের যেতে হবে বহুদূর। শিবু চৌধুরী সংস্কৃতি কর্মকান্ড বেগবান করতেই সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত হয়েছেন।
মানবী মৃধা সুললিত শব্দ চয়নে অতিথিদের অভ্যর্থনা জানান এবং চর্চার সাথে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন। সাঈয়েদ ফাতিমা বলেন গুণীজন সান্নিধ্যে এমন আয়োজনে যুক্ত থেকে এবং পাশে দাঁড়াতে পেরে খুবই আনন্দিত। শিউলি চৌধুরী দলগত চর্চাকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন। উত্তম সরকার সবার সাথে থাকতে পেরে উচ্ছ্বসিত।
অনুষ্ঠানের সবচেয়ে ব্যতিক্রম দিক হলো সবাই গুণী দুই অতিথির কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন।আগত সকলেই স্পন্দনে বাংলা নাটক ও সংস্কৃতি প্রথিত হোক আই আশাবাদ ব্যাক্ত করেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৮ সেপ্টেম্বর ২০২৫ /এমএম