Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শরীর সুস্থ রাখতে এবং পেশির গঠনের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় প্রোটিন থাকা জরুরি। প্রোটিনের নানা ধরন রয়েছে। সব ধরনের প্রোটিন সহজে হজম হয় না। ফলে অতিরিক্ত মাত্রায় তা খেলে সমস্যা তৈরি হতে পারে। পেটফাঁপা থেকে শুরু করে পেটব্যথাও হতে পারে।তাই যাদের পেটের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সেই প্রোটিনই খাওয়া উচিত, যা স্বাস্থ্যকর এবং সহজে হজম হবে। চলুন জেনে নেওয়া যাক, কোন খাবার খেলে সুস্থ থাকবেন—

ডিম

একটি ডিমের মধ্যে ৭ থেকে ৯ গ্রাম প্রোটিন থাকে। ডিমে ফাইবারের অংশ কম থাকে। তাই সহজেই তা হজম করা যায়। অর্ধসিদ্ধ বা ডিমের পোচ সহজ পাচ্যও।

দুধ

অনেকেই দুধ হজম করতে পারেন না। কারও ল্যাকটোজে অ্যালার্জি থাকতে পারে। কিন্তু এ ধরনের সমস্যা না থাকলে দৈনিক প্রোটিনের চাহিদা মেটাতে দুধ শক্তিশালী মাধ্যম। ১০০ মিলিলিটার দুধে প্রায় ৩.৫ গ্রাম প্রোটিন থাকে। একই সঙ্গে দুধের ক্যালশিয়াম হাড়ের শক্তি বৃদ্ধি করে।

ডাল

মুগ, মসুর, ছোলা— দেহের প্রোটিনের ঘাটতি মেটাতে পারে। কিছু কিছু ডালে ফাইবার বেশি থাকে। তবে ভেজানো মুগ ডাল বা কাবুলি ছোলা খাওয়া যেতে পারে। পেটের পক্ষেও তা উপকারী।

মাছ

যে কোনো মাছ প্রোটিনের উৎস। মাংসের তুলনায় মাছ সহজে হজম হয়। ফলে পেটের সমস্যা দূরে থাকে। অন্যদিকে ১০০ গ্রাম মাছে প্রায় ২০ থেকে ৩০ গ্রাম প্রোটিন থাকে।

দই

দইয়ের তুলনায় ইয়োগার্টের মধ্যে প্রোটিন বেশি থাকে। ১০০ গ্রাম ইয়োগার্টে প্রায় ১০ গ্রাম প্রোটিন থাকে। একই সঙ্গে তার মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যালশিয়াম ও পটাশিয়ামও থাকে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৯ আগস্ট ২০২৫ /এমএম

 


Array