আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির প্রেইরি উইন্ডিজ পার্কে বিভিন্ন ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “বার্ষিক বনভোজন ও ফেষ্ট উৎসব”। কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা আনন্দ-উৎসবে মেতে ছিল অন্যরকম এক মিলনমেলায়।
বরফ আচ্ছন্ন কানাডার বৈচিত্র্যময় প্রকৃতির গ্রীষ্মের এই সময়টায় প্রকৃতি ভিন্ন অবয়বে নতুন চেহারায় জেগে উঠলেও বিরাজ করে চাঞ্চল্য আর অস্থিরতার আমেজ। আর কয়েকদিনের মধ্যেই গাছ গাছালির পাতা ঝরে ধারণ করবে নতুন রূপ। এমনই এক উপযুক্ত পরিবেশে এই সময়টাকেই প্রবাসীরা বেছে নেন একে অপরের সান্নিধ্যে আসার।
প্রকৃতির অভূতপূর্ব শ্রাবণের মেঘ আর রৌদ্রের লুকোচুরির পরিবেশে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে বাঙালি জীবনে এই উৎসব যেন এক মহামিলন।
প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের সমাগমে আনন্দ উচ্ছ্বাসে সারাদিন ব্যাপী এই উৎসবে ছিল সুস্বাদু খাবার, সকালের নাস্তা,দুপুরের খাবার, বাঙালির চিরাচরিত আড্ডা আর রাফেল ড্র সহ নানা আয়োজন।
নারী পুরুষ আর শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত পুরো পার্কটি মূহূর্তেই পরিণত হয়েছিল এক খণ্ড বাংলাদেশে।আয়োজকরা জানান,নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৫ আগস্ট ২০২৫ /এমএম