Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টরেন্টোর বিডি ফিউশান রেষ্টুরেন্ট মিলনায়তনে আজ কানাডার স্থানীয় সময় সন্ধ্যায় শরৎকে আহ্বান করে আনন্দধারার আয়োজন করেছে “স্নিগ্ধ শরত সন্ধ্যা”। বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পী নির্ঝর চৌধুরী এবং নিউইয়র্ক থেকে আবৃত্তি শিল্পী লুতফুন নাহার লতার অন্যবদ্য নিবেদনে অনুষ্ঠানে স্রোতাদের মুগ্ধতা ছড়িয়েছে।

আবৃত্তিকার ও সংগঠক হিমাদ্রী রায়ের সঞ্চালনায় আনন্দধারার পক্ষে কর্ণধার শিপ্রা চৌধুরী সবাইকে স্বাগত জানান। লুতফুন নাহার লতার চারটি পরিবেশনা স্রোতাদের আপ্লুত করে।

অতিথি শিল্পী আলী মাহমুদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গানে অনুষ্ঠানের গান পর্ব শুরু হয়।স্থানীয় রবীন্দ্র অনুরাগী ও সংগঠক সঞ্জীব মুখার্জি পরপর তিনটি রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। এরপর মূল শিল্পী নির্ঝর চৌধুরী রবীন্দ্র,নজরুল ও হারানো দিনের গানে স্রোতাদের মোহিত করেন।গানে সঙ্গদ করেছেন তবলায় অপরুপ বড়ুয়া। শব্দ নিয়ন্ত্রণে মামুনুর রশীদ। সার্বিক তত্ত্বাবধানে আরিয়ান হক।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৩ আগস্ট ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ