প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বলিউড কিং শাহরুখ খান সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সেই সিনেমার শুটিংয়ে লড়াইয়ের দৃশ্যে অভিনয় করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বাদশাহ। বেশ গুরুতর চোট পান তিনি। এরপরেই বড় ধরনের অস্ত্রোপচার করাতে হয়। এদিকে কিছু দিন আগে ‘জওয়ান’ সিনেমার সুবাদে জাতীয় সম্মান লাভ করেন শাহরুখ খান। সেই সম্মাননা অনুষ্ঠানে যেতে পারেননি তিনি। তবে বাড়ি থেকে ভিডিওর মাধ্যমে দর্শকদের কৃতজ্ঞতা জানান অভিনেতা।
সম্প্রতি আরিয়ান খানের আসন্ন কাজের ঝলক সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে, তা নিয়ে নেটিজেনদের মাঝে হইচই পড়ে যায়। এসবের মধ্যেই বড় অস্ত্রোপচার হয়েছে শাহরুখ খানের। গতকাল বুধবার (২০ আগস্ট) ছেলের আসন্ন ওয়েব সিরিজসংক্রান্ত একটি অনুষ্ঠানে এসে নিজেই জানালেন সে কথা। পাশাপাশি ছেলেকে ভালোবাসা দেওয়ার আর্জি রাখলেন শাহরুখ খান।
প্রচার অনুষ্ঠানে সম্পূর্ণ কালো রঙের প্যান্ট ও ব্লেজার পরে এসেছিলেন অভিনেতা। সেখানে শাহরুখ বলেন, একটু বড় রকমের অস্ত্রোপচারই হয়েছে। সেরে উঠতে এক-দুই মাস সময় লাগবে। হাসিখুশি বাদশাহ এই দিনও রসিকতা করেই বললেন—এমনিতে আমি অধিকাংশ কাজ তো একহাতেই করি। একহাতেই খাই। একহাতেই দাঁত মাজি। আবার পেছনে চুলকোলে, একহাতেই সেটা মিটিয়ে নিই।
শাহরুখের এমন মন্তব্যে হাসির রোল ওঠে। কিন্তু দুই হাত না থাকায় সমস্যা একটাই। দর্শকদের পছন্দের সেই চেনা কায়দায় দুই হাত মেলে ধরতে পারছেন না তিনি। কিন্তু মন থেকে দর্শকদের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে বলে জানান বলি বাদশাহ।
ছেলে আরিয়ান খান সম্পর্কে বাবা শাহরুখের আর্জি— আমার পুত্রকেও ভালোবাসবেন, ঠিক যেমনভাবে আমাকে ভালোবেসেছেন। তিনি বলেন, আজ খুব বিশেষ দিন। এ দেশের মাটিতে কাজের ক্ষেত্রে আমার পুত্রের প্রথম পদক্ষেপ। আমাকে দেওয়া ভালোবাসার পুরো ভাগটাই আপনারা ওকে দেবেন দয়া করে।
উল্লেখ্য, সম্প্রতি আরিয়ান খানের সিরিজের ঝলক দেখে মুগ্ধ দর্শকরা। এটি আরিয়ান খানের প্রথম পরিচালনা সিরিজ। এ সিরিজটি প্রযোজনা করেছেন গৌরী খান। তবে মুক্তিপ্রাপ্ত সিরিজে ঝলকে দেখা গেছে পরিচালককেও। এ দিন মঞ্চে তাই একসঙ্গে দেখা যায় বাবা-মা ও পুত্র— তিনজনকেই। দর্শকদের দাবি— আরিয়ানকে অবিকল শাহরুখের মতোই দেখতে লাগছে। তাই এই দিন মঞ্চে বাবা ও ছেলেকে একসঙ্গে দেখে স্তব্ধ হয়ে যান উপস্থিত দর্শকরা।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৯ আগস্ট ২০২৫ /এমএম