Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  :: কানাডার ক্যালগেরিতে বগুড়া সোসাইটি অফ ক্যালগেরির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের মিলনমেলায় ভরপুর এই আয়োজন ছিল বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণবন্ত এক উদযাপন।

স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) স্টাথ মোর কিনসম্যান পার্কে অনুষ্ঠিত এ বনভোজনে শত শত প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে যোগ দেন।

প্রকৃতির মনোরম পরিবেশে হাসি-আনন্দে ভরপুর এ আয়োজন প্রবাস জীবনে নতুন আমেজ যোগ করে।দিনভর নানা আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের খেলার প্রতিযোগিতা, বড়দের জন্য বিভিন্ন খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশেষ আকর্ষণ ছিল বগুড়ার বিখ্যাত আলু ঘাঁটি ও অন্যান্য ঐতিহ্যবাহী খাবার, যা অংশগ্রহণকারীদের মাতৃভূমির স্বাদ স্মরণ করিয়ে দেয়।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকেরা জানান, এ ধরনের বনভোজন শুধু প্রবাসে বাঙালিদের ঐক্যকে সুদৃঢ় করে না, বরং নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮ আগস্ট ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ