Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার স্থানীয় সময় আজ টরন্টোর বাংলা পাড়ায় নারীর প্রতি সহিংসতা, সাইবার বুলিং এর বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আবৃত্তি শিল্পী মেরী রাশেদিনের পরিচালনায় বক্তব্য রাখেন সবিতা সোমানি, ফারজানা চৌধুরী বিন্দু, রওশান জাহান ঊর্মি, সৃজনী রহমান, আশেকীন ফারাহ, শহীদ খন্দকার টুকু, আজফর সৈয়দ ফেরদৌস, মিনারা বেগম, রিনা সেনগুপ্ত, সৈকত রুশদী, ফ্লোরা শুচি ,মার্জিয়া মৌ, সাইদা বারি, হাসিনা বানু, কামরুন্নাহার হীরা, তোফা ইসলাম, নাফিজ ইমতিয়াজ এবং মনির জামান রাজু। বক্তারা বুলিংকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

সমাবেশে শহরের বিভিন্ন শ্রেনী পেশার নারী পুরুষ যোগ দেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৫ আগস্ট ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ