Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। ১৯৮৯ সালে তিনি প্রথম মডেলিং শুরু করেন। সেই থেকে এখন পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখে কাজ করছেন। ১৯৯৫ সালের ৩ জুলাই প্রচার হয়েছিল তার অভিনীত প্রথম নাটক ‘অভিমানে অনুভবে’। নাচ আর মডেলিং নিয়মিত থাকলেও, বেছে বেছে কাজ করার ফলে অভিনয়ে তাকে খুব বেশি দেখা যেত না। তবে বর্তমানে অভিনয়েও তিনি নিয়মিত হয়েছেন। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘গহীন অতল’ নামে একটি ওয়েবফিল্মে। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়েব ফিল্ম। অভিনয় ক্যারিয়ার, নাচ, মডেলিংসহ নানা বিষয় নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন। সাক্ষাতকার নিয়েছেন রিয়েল তন্ময়…

দীর্ঘদিন পর নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। এতে যুক্ত হওয়ার বিশেষ কারণ কী ছিল?

ফিল্মটির গল্পটি বেশ সুন্দর। ভালো গল্প ও চরিত্রের জন্যই মূলত এর সঙ্গে যুক্ত হওয়া। পরিচালকের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর গল্পটি পড়ে ভালো লেগে গেছে। এছাড়াও কাজী আনোয়ার হোসেনের মতো বিখ্যাত একজন লেখকের উপন্যাস থেকে ওয়েব ফিল্মের গল্প নেওয়া হয়েছে। এটিও ভালো লাগার আরও একটি কারণ। অনেকদিন পর ভালো একটি কাজ করেছি।

গল্প ও আপনার অভিনীত চরিত্রটি কেমন?

গল্পটি মূলত পারিবারিক। এখানে আধুনিক সমাজ বাস্তবতায় মানসিক টানাপোড়েন, অপরাধবোধ আর সন্তানকে রক্ষার জন্য একজন মায়ের নিজের নৈতিক দ্বন্দ্বের বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এতে আমি কেন্দ্রীয় চরিত্রে (মা) অভিনয় করেছি। গল্পে ভালোলাগার মতো অনেক উপাদান রয়েছে। আমি মনে করি এটি দর্শকদের ভালো লাগবে।

এখন নাটকের অধিকাংশ শিল্পী ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। বিষয়টি নিয়ে আপনি কী বলবেন?

অবশ্যই এটি ইতিবাচক। কারণ, ওটিটি প্ল্যাটফর্ম এখন দর্শকদের কাছে পৌঁছানোর দারুণ একটা মাধ্যম। এখানে গল্প বলার ধরণ আলাদা, চরিত্রগুলোও অনেক বেশি বাস্তব আর গভীরভাবে উপস্থাপন করা হয়। তাছাড়া সময় নিয়ে কাজের একটা পরিবেশও এখানে রয়েছে। ওটিটিতে এখন খুব ভালো ভালো কাজও তাই হচ্ছে। শিল্পীরা ভালো কাজ করতে চান, সেক্ষেত্রে ওটিটি পছন্দের তালিকায় থাকতেই পারে।

দর্শকের চাহিদা থাকা সত্তে¡র আপনাকে খুব বেশি কাজে দেখা যায় না, কেন?

একটু বেছে কাজ করি এটা ঠিক। তবে আমি কাজ করি না, এটা সত্য নয়। আমার কাছে অনেক প্রস্তাব আসে, যদি ভালো কাজ হয় তাহলে আমি কাউকেই ফিরিয়ে দিচ্ছি না। আমাকে সম্মানের সঙ্গে ডাকলে অবশ্যই কাজ করি ও আগামীতেও করব। আমি কী ধরনের কাজ করি। আমার পছন্দটা যারা জানেন, তারা সেরকম কাজ নিয়েই আমার কাছে আসেন, আমিও করছি। কিছুদিন আগেও একটি নাটক করেছি। কাজের মধ্যেই আছি। দর্শকের কাছে মনে হতে পারে আমার কাজ কম। তারা আমাকে ভালোবাসেন তাই আমাকে বেশি বেশি দেখতে চান। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

গত কুরবানি ঈদে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’ সিনেমা মুক্তি পেয়েছে। দেখা হয়েছে কী?

সিনেমাটি আমি দেখেছি, খুব ভালো লেগেছে। অনেক বছর পর সে (জাহিদ হাসান) ভালো একটি সিনেমা করেছে। তার অভিনয় সবাইকে ছুঁয়ে গেছে। আমারও ভালো লেগেছে। এছাড়াও এতে আরও অনেকেই অভিনয় করেছেন তাদের অভিনয়ও ভালো লেগেছে। প্রত্যেকে যার যার দিক থেকে ভালো করেছেন।

নাচে এখনও আপনি নিয়মিত। এ জায়গাতে আপনার ভালোবাসাটা একটু বেশি…

তিন বছর বয়স থেকেই আমি নাচ করি। তাই এর প্রতি ভালোবাসা বেশি, আর এটি আমার ভালোবাসারও জায়গা। নাচ নিয়ে আমি সব সময় চর্চা অব্যাহত রেখেছি, এটি নিয়ে অনেক চিন্তাও করি। নাচে যারা আমাদের গুরু ছিলেন, তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। তারা জায়গা তৈরি করে দিয়ে গেছেন। বলেই আমরা এখনও কাজ করতে পারছি।

নারী মডেলদের মধ্যে আপনি এখনও জনপ্রিয়তা ধরে রেখেছেন। এটি কীভাবে দেখেন?

সবার ভালোবাসাতেই আমি এ জায়গাটাতে এসেছি। সবার প্রতি তাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমার সম্পর্কে এমন চিন্তা করেন, আমাকে সেরার স্থানে বিবেচনা করেন, তারা আমার কাজ ভালোবাসেন বলেই এমনটা ভাবেন। নিজেকে ধন্য মনে করি।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০২ আগস্ট ২০২৫ /এমএম

 

 


Array