প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যু হয়েছে গত ১২ জুন। এখন তার সম্পত্তি নিয়ে পারিবারিকভাবে শুরু হয়েছে টানাপোড়েন। সাবেক স্ত্রী কারিশমা, বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুর এবং মা রানি কাপুর—এ তিনজনের নাম ঘুরপাক খাচ্ছে উত্তরাধিকারের তালিকায়।
শিল্পপতি সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে পারিবারিক নানা অভিযোগ-পাল্টা অভিযোগ শুরু হয়েছে। বিশেষ করে সঞ্জয়ের মা রানি কাপুর সম্প্রতি দাবি করেছেন, ছেলের মৃত্যুর পর তাকে দিয়ে জোর করে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও আর লেনদেন করতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন সঞ্জয়ের মা রানি কাপুর।
এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী কারিশমা কাপুর। সাবেক স্বামীর ৩০ হাজার কোটি টাকার বিপুল সম্পত্তিতে নাকি এবার ‘চোখ’ পড়েছে অভিনেত্রীর। যদিও কারিশমা এ বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি।
এর আগে ২০০৩ সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন অভিনেত্রী কারিশমা কাপুর। ২০১৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। সেই সময় নির্যাতনের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। এমনকি গুজব রটে— হানিমুনের সময় একরাতের জন্য কারিশমাকে বন্ধুবান্ধবদের কাছে ‘নিলামে’ তোলার চেষ্টা করেছিলেন সঞ্জয়।
আর এতে তাদের মাঝে দূরত্ব তৈরি হয়। শেষে বিচ্ছেদে সমাপ্তি ঘটে। এ সময় অভিনেত্রী ভরণপোষণ বাবদ পেয়েছিলেন ৭০ কোটি টাকা। এ ছাড়া দুই সন্তান সামাইরা ও কিয়ানের ভবিষ্যতের জন্য পেয়েছিলেন ১৪ কোটি টাকার বন্ড এবং প্রতি মাসে ১০ লাখ টাকা করে সুদ।একটি সূত্র জানায়, সঞ্জয় কাপুরের উইল অনুযায়ী কারিশমার জন্য কোনো সম্পত্তি বরাদ্দ রাখা হয়নি। এমনকি তিনি নিজেও এই বিপুল সম্পত্তি থেকে কিছু দাবি করেননি।
অন্যদিকে সোনা কমস্টারের মালিকানা নিয়েই নাকি মূল বিবাদ তৈরি হয়েছে কাপুর পরিবারে। তবে সেটি কারিশমার সঙ্গে নাকি সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব বা অন্য কাউকে ঘিরে, তা এখনো পরিষ্কার নয়। কাপুর পরিবারের ঘনিষ্ঠ মহল থেকে বিভিন্ন ইঙ্গিত মিলেছে, যা রহস্য আরও ঘনীভূত করছে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৯ জুলাই ২০২৫ /এমএম