Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টরেন্টোর করবেট পার্কে কার্নিভাল সিজন-১ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এতে সর্বমোট ১৬ টা টিম অংশগ্রহণ করে।সারাদিন ব্যাপী সহস্রাধিক প্রবাসী বাংলাদেশী দর্শকদের উপস্থিতিতে আয়োজিত এই টুর্নামেন্টে শেষ হাসি হাসে সোলজার ক্রিকেট টিম। রানার আপ হয় সিলেট সুপার কিং।

ফাইনালে তারা ৪ রানের ব্যবধানে হারায় টু্র্নামেন্টের আরেক ফেভারিট টিম সিলেট সুপার কিংসকে। টু্‌র্নামেন্টের সবচেয়ে বেশি রান এবং সবচেয়ে কার্যকরী খেলোয়াড় নির্বাচিত হন সিলেট সুপার কিংসের সজীব এবং সর্বোচ্চ উইকেট শিকারী হন একই দলের মোন্না।টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন জাকারিয়া চৌধুরী ,গোলাম এমরান সুমন, শাকিল আহমেদ,ফয়সাল আহমেদ,অয়ন দেব রয,মেহেদী হাসান।

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট জনেরা।উল্লেখ্য উক্ত টুর্নামেন্টিতে টাইটেল স্পন্সর ছিলেন অয়ন দেব রয়, মোবাইল মর্টগেজ এজেন্ট সি আই বিসি।
এবং প্রাইম স্পনসর ছিলেন গোলাম ইমরান সুমন,(মদিনা প্রিমিয়াম গ্রিল)।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরিফ, তানিম, রাজু এবং ফ্লেম বয়েজ টিমের সদস্যবৃন্দ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৯ জুলাই ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ